ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:৪১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ ইরানের পরিস্থিতি খারাপ হলে কঠোর হবে তুরস্ক

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি ছিলেন ব্যাপকভাবে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি ইউক্রেনে ফান্ড পাঠানোর ক্ষেত্রেও ছিলেন সমালোচিত। ক্রিস্টিয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি এই সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রিল্যান্ড তার পদত্যাগের কথা জানান। এর আগে একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড বলেন, আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার নির্বাচনি এলাকার মানুষ যে আস্থা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি আরও জানান, কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠনবিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে কনজারভেটিভ এমপি মাইকেল চংসহ বিরোধী দলের একাধিক নেতা বলেন, একজন কানাডীয় এমপি একইসঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা হতে পারেন না। চং বলেন, তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ।

ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনের এই ভূমিকা অবৈতনিক ও খণ্ডকালীন। তিনি ২২ ডিসেম্বর জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বিষয়টি জানান।

এছাড়া তিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ফ্রিল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার ভাষায়, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ইউক্রেনের জন্য অত্যন্ত মূল্যবান হবে।